• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নিয়ামতপুরে সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল

নিয়ামতপুর প্রতিনিধি
সর্বশেষ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
নিয়ামতপুরে সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল
নিয়ামতপুরে সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল

Advertisements

নওগাঁর নিয়ামতপুর উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসের এক কর্মচারীর ঘুষ নেয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার দিবাগত রাতে ছড়িয়ে পড়া কয়েক সেকেন্ডের ভিডিওতে কৌশলে ঘুষের অর্থ লেনদেন করতে দেখা যায়। তবে ওই কমর্চারী বলেছেন, এগুলো নকলনবিশদের জন্য পারিশ্রমিকের অর্থ।

ভিডিওতে দেখা গেছে, সাব-রেজিস্ট্রি অফিসের কেরানি কামরুন্নাহার টেবিলের এক পাশে বসে রয়েছেন। অপর পাশে দাঁড়িয়ে রয়েছেন বেশ কয়েকজন সেবাগ্রহীতা। তাদের মধ্যে একজনের কাছ থেকে কৌশলে ঘুষের অর্থ লেনদেন করেছেন। জানা গেছে, মঙ্গলবার গভীর রাত অবধি চলে দলিল সম্পাদনের কাজ। অতিরিক্ত অর্থ না দিলে সম্পাদন হয়না কোন দলিল। নাম প্রকাশে অনিচ্ছুক সাব-রেজিস্ট্রি অফিসের কয়েকজন জানান, সাব-রেজিস্ট্রি অফিসে কাজের ক্ষেত্রে অর্থ লেনদেন হয়েই থাকে। যা সাব-রেজিস্ট্রার নিয়ন্ত্রণ করেন। এটিই এখন নিয়ম হয়ে গেছে।

কামরুন্নাহার বলেন, সেবাগ্রহীতার চাপে একটু বেশি সময় ধরে দলিল সম্পাদন হয়েছে। অতিরিক্ত টাকা নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, এগুলো নকলনবিশদের জন্য পারিশ্রমিকের অর্থ। জেলা রেজিস্টার সাইফুল ইসলাম বলেন , বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরো খবর