নওগাঁর নিয়ামতপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে নিয়ামতপুর উপজেলা সদরে অবস্থিত বিএনপির উপজেলা কার্যালয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নিয়ামতপুর উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকা, টেলিভিশনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এতে উপস্থিত থেকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ নিয়ামতপুর, পোরশা ও সাপাহার আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান সাজ্জাদ আলী টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক সফিউল্লাহ সোনার, সমাজসেবক আব্দুল মতিন, নিয়ামতপুর প্রেস ক্লাবের সভাপতি শাহজাহান শাজু, সহসভাপতি রুহুল আমীন, সিনিয়র সাংবাদিক রেজাউল ইসলাম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক তৈবুর রহমান, সদস্য নাজমুল হক, জাকির হোসেন, রকিবুল ইসলাম, সবুজ সরকার, আব্দুল করিম; নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, সহসভাপতি আব্দুল মতিনসহ উপজেলায় কর্মরত অন্য সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভায় মোস্তাফিজুর রহমান গণমাধ্যম কর্মীদের প্রতি সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের আহবান জানান। তিনি বলেন, সাংবাদপত্র সমাজের দর্পণ, সাংবাদিকেরা সমাজের বিবেক। দেশের সকল পরিস্থিতিতে নিরপেক্ষভাবে সঠিক সংবাদ পরিবেশেনের প্রতি গুরুত্বারোপ করেন তিনি।
উপস্থিত সকল গণমাধ্যম কর্মী সঠিক তথ্য পাওয়ার জন্য সবার সহযোগিতা কামনা করেন। তাঁরা বলেন, সাংবাদিকেরা সব সময় সকল প্রকার চাপ উপেক্ষা করেই সঠিক সংবাদ প্রচার করে আসছে। সামনের দিনেও এই ধারা অব্যাহত থাকবে। মতবিনিময় সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন নিয়ামতপুর উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক বদিউজ্জামান।