• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নিয়ামতপুরে গাঁজাসহ গ্রেপ্তার এক 

রিপোর্টার নাম:
সর্বশেষ: শনিবার, ২৫ মে, ২০২৪

Advertisements
নওগাঁর নিয়ামতপুরে অভিযান চালিয়ে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  শুক্রবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের টিএলবি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা ও  ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মাসুদ রানা (২২) । বাড়ি উপজেলার  বাতপাড়া  গ্রামে। বাবার নাম সিদ্দিক হোসেন।
থানা-পুলিশ  সূত্রে জানা গেছে, শুক্রবার ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ জানতে পারে টিএলবি বাজার এলাকায় এক ব্যক্তি মাদকদ্রব্য বিক্রি করছে।
পরে সেখানে  অভিযান পরিচালনা করে ২৫০ গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ তাকে আটক করা হয়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আরো খবর