• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নর্থ সাউথ ইউনিভার্সিটির শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
নর্থ সাউথ ইউনিভার্সিটির শীতবস্ত্র বিতরণ
নর্থ সাউথ ইউনিভার্সিটির শীতবস্ত্র বিতরণ

Advertisements

নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের উদ্যোগে রাজশাহীতে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টায় রাজশাহীর পবা উপজেলার মল্লিকপুর রনঘাট কুখন্ডি উচ্চ বিদ্যালয় মাঠে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় অন্তত ১ হাজার ৫০০ জন শীতার্ত মানুষের মাঝে উষ্ণ বস্ত্র বিতরণ করা হয়। শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘব এবং মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই কর্মসূচি গ্রহণ করে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব।
সুশৃঙ্খল ও পরিকল্পিতভাবে পুরো কার্যক্রম সম্পন্ন করতে গত ২৭ ডিসেম্বর ক্লাবের একটি প্রতিনিধি দল রাজশাহীতে পৌঁছে স্থানীয় বিভিন্ন গ্রামে শীতার্ত মানুষের মাঝে টোকেন বিতরণ করে। পরদিন ২৮ ডিসেম্বর সকাল থেকে টোকেনধারীদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

এ বছর প্রায় ৪০ জন ক্লাব সদস্য স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করেন। শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সফল করতে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাবের সদস্যরা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন।
এ বিষয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের প্রেসিডেন্ট খালিদ বিন মোর্শেদ রামিম বলেন, আমাদের মূল লক্ষ্য ছিল শীতার্ত মানুষদের কাছে উষ্ণতার পরশ পৌঁছে দেওয়া এবং সমাজের প্রতি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দায়িত্ববোধ আরও দৃঢ় করা। ক্লাব প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীদের মানবিক চেতনা জাগ্রত করা, সামাজিক সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের চেষ্টা করা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

ক্লাবের ফ্যাকাল্টি অ্যাডভাইজার মেজবাউল হাসান চৌধুরী বলেন, এই ধরনের সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে মানবিক কাজে আরও বেশি করে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে বলে আমি আশাবাদী। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আরো খবর