• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: নগরীতে সুপারির ভেতরে ১৪শ পিস ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

Advertisements

সুপারির ভিতরে বিশেষ কায়দায় রক্ষিত ১ হাজার ৪শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে রাজশাহী নগরীর বেলপুকুর বাইপাস মোড়ে আর.পি স্পেশাল রোকেয়া নামক একটি যাত্রীবাহী বাস তল্লাশী করে ইয়াবা উদ্ধার ও একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হাসান (২৫) কক্সবাজারের টেকনাফ থানার উত্তর লম্বরী এলাকার মীর কাশিমের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী জেলা কার্যালয় সূত্রে জানাযায়, কক্সবাজারের টেকনাফ এলাকার ইয়াছিন আলী (৩৫) টেকনাফ হতে বিভিন্ন লোকের মাধ্যমে রাজশাহীসহ বিভিন্ন জেলায় নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট সরবরাহ করে আসছে এমন তথ্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিকট আসে। সে বিভিন্ন কৌশলে তার ব্যবসা পরিচালনা করছিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রাজশাহীর কাছে তথ্য আসে অভিনব কায়দায় সুপারির মধ্যে ইয়াবার একটি চালান টেকনাফ হতে রাজশাহীতে আসবে। এই সংবাদের ভিত্তিতে সোমবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের উপপরিচালক আলমগীর হোসেনের সার্বিক তত্ত্বাবধানে ‘ক’ সার্কেল এর উপ-পরিদর্শক হাফিজা খাতুন, এএসআই আহমেদ শোভা, এএসআই ইয়াছিন আলী, সিপাই আবু হানিফ, সিপাই মোহাম্মদ আলী, সিপাই সোহাগ মিয়া ও গাড়িচালক সেলিম হোসেনের সমন্বয়ে একটি রেইডিং টিম গঠন করে নগরীর বেলপুকুর বাইপাস মোড়ে চট্টগ্রাম হতে চাঁপাইনবাবগঞ্জগামী আর.পি স্পেশাল রোকেয়া নামীয় যাত্রীবাহি বাস (ঢাকা মেট্রো ব-১২-২২৩১) থামায়। বাসের ভিতরে সিটে বসা হাসান এর দেহ তল্লাশী করে তার দুই পায়ের মাঝে রাখা একটি সাদা রংয়ের প্লাষ্টিকের বস্তার ভিতর পুরাতন কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় সবুজ রংয়ের ১৪টি কাঁচা সুপারির খালি খোসার ভিতর বিশেষ কায়দায় তৈরি চেম্বারের মধ্যে আঠা দিয়ে আটকানো ইয়াবা পাওয়া যায়। প্রতিটি সুপারিতে ১শটি করে ইয়াবা পলিথিনের পোটলায় কমলা রংয়ের অ্যামফিটামিনযুক্ত পাওয়া যায়।
এসব ইয়াবাসহ হাসানকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে তাৎক্ষনিক জিজ্ঞাসাবাদে জানায় যে, জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের প্রকৃত মালিক পলাতক ইয়াছিন আলী(৩৫)। এঘটনায় উপ-পরিদর্শক হাফিজা খাতুন বাদী হয়ে বেলপুকুর থানায় একটি মামলা দায়ের করেছেন।


আরো খবর