রাজশাহী নগরীতে জুয়ার আসর থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত পৌনে ১০টার দিকে রাজশাহীর কাটাখালী থানার বেলঘরিয়া মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা জাকারিয়া শ্যামপুর গোয়ালপাড়া এলাকার বাবর আলীর ছেলে। রাব্বি মিয়া বেলঘরিয়া পূর্বপাড়া এলাকার আবেদ আলীর ছেলে, লিটন মিয়া শ্যামপুর নগরপাড়া এলাকার আয়নাল হকের ছেলে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমানের পাঠানো এত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, কাটাখালী থানা-পুলিশ অভিযানকালে সেখানে জুয়া খেলার সময় তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে নগদ ৫৬০ টাকা ও একটি তাসের সেট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কাটাখালী থানায় জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।