হাইকোর্টর রায়ের আলোকে দৈনিক মজুরী ভিত্তিক কর্মচারীদেরচাকরী স্থায়ীকরণ করার এক দফা দাবীতে মানববন্ধন করেছে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়ন। মঙ্গলবার সকাল ১০টার দিকে মহানগরীর উপশহরস্থ ওয়াসা ভবনের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। কর্মসূচীতে সকল স্থায়ী ও অস্থায়ী কর্মচারী অংশগ্রহন করেন। মানববন্ধন থেকে বক্তারা বলেন, খুলনা ওয়াসার ন্যায় রাজশাহী ওয়াসার মাষ্টার রোল (অস্থায়ী) কর্মচারীদের অবিলম্বে স্থায়ীকরণের ব্যবস্থা করতে হবে।
এ সময়ে তারা আরো বলেন, বেতন ভাতা সঠিক না পাওয়া এবং স্বল্প বেতন দিয়ে এই দুর্মূল্যের বাজারে তারা পরিবারের সদস্যদের নিয়ে অনেক কষ্টে রয়েছেন। স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা মাসিক একটি ভালমানের বেতন পান। তাদের সাথে পাল্লা দিয়ে একই বাজার হতে নিত্যপণ্য ক্রয় করতে হয়। এতে করে তারা পড়েছেন বিপদে। তারা আরো বলেন, সামান্য দিন মজুরীর টাকা দিয়ে তারা না পারছেন চিকিৎসা নিতে, না পারছেন সন্তানদের লেখাপড়া শিখিয়ে মানুষের মত মানুষ করে গড়ে তুলতে। তারা হাইকোর্টর রায়ের আলোকে দৈনিক মজুরী ভিত্তিক কর্মচারীদের চাকরী স্থায়ীকরণ এবং বেতন বৃদ্ধি করার দাবী জানান।
মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সভাপতি সফিকুল আলম। সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন কাজল, উপদেষ্টা নাসিম খান, আজিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জনি, প্রচার সম্পাদক, জয়নাল আবেদীন, সদস্য আব্দুল মান্নান, বাবলা, বাকী বিল্লাহ, শাহাবুল ও মুলতান। এ ছাড়াও অন্য নেত্রীবৃন্দ কর্মসূচীতে উপস্থিত ছিলেন।