৮ আগস্ট রাত পৌনে ৩ টায় ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীনস্থ কালুপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২৭১/১-এস এর নিকট সাতআনা নামক সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফ কর্তৃক রাতের আধারে ভারত হতে ১৪ জন বাংলাদেশী নাগরিককে পুশইন করে। বিজিবি টহল দল কর্তৃক উক্ত বাংলাদেশী নাগরিকদেরকে আটক কর।
আটককৃতরা হলেন-খুলনার মহারাজপুরের সাত্তার গাজীর ছেলে বাদশা মিয়া (২০) মোঃ ইমরান গাজী (৩৪), কয়রা থানার কয়রা গ্রামের রুহুল আমিন মোড়লের ছেলে নাজমুল হাসান (২৪), দিঘলিয়া থানার মাধবপুর গ্রামের মৃত কাশেম শেখের মেয়ে সুমা মোল্লা, মোজাদ্ধের মোল্লার ছেলে রায়হান মোল্লা, নড়াইলের কালিয়া থানার বালাম শিকদারের মেয়ে নুপুর খানম (২২) আসমাউল শেখের মেয়ে আশিকা (৪) বালাম শেখের মেয়ে মুনিয়া খাতুন (১৮), রহিম শেখের মেয়ের রাকেয়া শেখ (২৮) গুড্ডু শিকদারের ছেলে বাবু শিকদার (১৭) কামাল শিকদারের মেয়ে প্রিয়া শিকদার, পেরুলিয়া গ্রামের মিলন শেখের মেয়ে ফাতেমা শেখ, (০৭) কামাল শিকদারের মেয়ে ববিতা শিকদার (৩৫), যশোরের কোতয়ালী থানার বসুনন্দিয়া গ্রামের জহির আলী খানের মেয়ে মোছাঃ দুলি বেগম (৪০)।
এ ঘটনায় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক বিএসএফ কমান্ড্যান্টকে মোবাইল ফোনে বর্ণিত ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং উক্ত ঘটনার প্রেক্ষিতে তীব্র প্রতিবাদ জানান। আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা বেশ কয়েক বছর পূর্বে সাতক্ষীরা ও বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিল। ধামইরহাট থানায় তাদেরকে হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি জানায়।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) মেজর ভারপ্রাপ্ত অধিনায়ক মোঃ শফিকুর রহমান বলেন নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু,মাদক পাচার,অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালান বিরোধী অভিযান বৃদ্ধিসহ সর্বাত্বক অভিযান অব্যাহত থাকবে।