• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নওগাঁয় শুরু হচ্ছে জেলা প্রশাসক টেনিস টুর্নামেন্ট

নওগাঁ প্রতিনিধি
সর্বশেষ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
নওগাঁয় শুরু হচ্ছে জেলা প্রশাসক টেনিস টুর্নামেন্ট
নওগাঁয় শুরু হচ্ছে জেলা প্রশাসক টেনিস টুর্নামেন্ট

গৌরবের কোর্টে শত বছর এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এবং নওগাঁ টেনিস ক্লাবের শতবর্ষ উপলক্ষ্যে নওগাঁয় শুরু হতে যাচ্ছে জেলা প্রশাসক টেনিস টুর্নামেন্ট-২০২৫। সোমবার বিকেলে নওগাঁ টেনিস ক্লাব প্রাঙ্গণে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয় ১৯২৪ সালে প্রতিষ্ঠিত হয় নওগাঁ টেনিস ক্লাব। এরপর থেকে দেশের টেনিস খেলার জগতে নওগাঁ টেনিস ক্লাবের সুনাম এখনও অক্ষুণ্ন রয়েছে।

নওগাঁর টেনিস খেলার সুনামকে দেশ-বিদেশের মাটিতে পৌঁছে দিতে এবং নতুন নতুন টেনিস খেলোয়াড়দের তৈরি করতে নওগাঁ টেনিস ক্লাব কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় নওগাঁর টেনিস ক্লাব ও টেনিস খেলাকে নওগাঁর প্রতিটি খেলাপ্রেমী মানুষের মাঝে পৌছে দিতে জেলা প্রশাসকের নিজস্ব উদ্যোগে এমন টুর্নামেন্টের আয়োজন করা। ইতিমধ্যেই টুর্নামেন্টের সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এছাড়া টেনিস ক্লাবের শতবর্ষ উপলক্ষ্যে একটি নতুন কোর্ট নির্মাণ করাসহ মোট তিনটি কোর্টকে রঙিন করা এবং পুরো মাঠকে সজ্জিত করার কাজও শেষের দিকে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে জানানো হয় আগামী বুধবার বিকেল ৪টায় নওগাঁ টেনিস ক্লাব মাঠে এই টুর্নামেন্ট শুরু হবে।

টুর্নামেন্টে দেশের বিখ্যাত ঢাকা অফিসার্স ক্লাব ও নওগাঁ টেনিস ক্লাব দলসহ বিভিন্ন জেলার মোট ২১টি দল অংশগ্রহণ করবে। টুর্নামেন্টের প্রতিটি খেলা যে কোন দর্শক শৃঙ্খলা বজায় রেখে বিনা টিকিটে উপভোগ করতে পারবেন। আগামী ১৫ নভেম্বর বিকেলে একই প্রাঙ্গণে টুর্নামেন্টের সমাপনী খেলা অনুষ্ঠিত হবে। সমাপনী খেলা শেষে ওই দিন সন্ধ্যায় রাজশাহী বিভাগীয় কমিশনারসহ অন্যান্য অতিথিবৃন্দরা বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি এবং শ্রেষ্ঠ খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেবেন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে এই তথ্যগুলো তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নওগাঁ টেনিস ক্লাবের সহ-সভাপতি এবং টুর্নামেন্ট ডাইরেক্টর সাদিয়া আফরিন। এসময় আরো বক্তব্য রাখেন নওগাঁ টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক তারিফ মোহাম্মদ আপন, টেনিস ক্লাবের সহ-সভাপতি কাজী ইদ্রিস, কিবরিয়া আখতারুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাবেক সহ-সভাপতি প্রফেসর শরিফুল ইসলাম খাঁন। এছাড়াও ক্লাবের অন্যান্য সদস্য, জেলায় কর্মরত গণমাধ্যমকর্মী, সুধীজনরা উপস্থিত ছিলেন।


আরো খবর