• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নওগাঁয় শিক্ষার্থীদের নিয়ে ব্যাডমিন্টন প্রতিযোগিতা

রিপোর্টার নাম:
সর্বশেষ: সোমবার, ২৫ মার্চ, ২০২৪

Advertisements
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ সদর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে মৌসুমী কৈশোর কর্মসূচি আয়োজিত উপজেলা ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা (ব্যাডমিন্টন) অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বাঙ্গাবাড়িয়া যমুনা আবাসিক এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন নওগাঁ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌসুমীর উপ-নির্বাহী পরিচালক এরফান আলী, সংস্থার উপ সহকারী পরিচালক (কর্মসূচি) লিয়াকত আলী, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক মেশকাত হোসেন বাক্কা, কৈশোর কর্মসূচির উপজেলা প্রোগ্রাম অফিসার আব্দুর রউফ পাভেল। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় নওগাঁ পৌরসভা এবং রানার্সআপ হয় শৈলগাছী ইউনিয়ন। নওগাঁ পৌরসভাসহ সদর উপজেলার ১২টি ইউনিয়ন থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করে।
এসময় অতিথিরা বলেন মাদক ও মোবাইল গেমস মুক্ত বর্তমান ও আগামী প্রজন্ম পেতে হলে নিয়মিত খেলাধুলার চর্চা করার কোন বিকল্প নেই। তাই একটি সুস্থ্য, সুন্দর ও মেধা নির্ভর প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার নিয়মিত আয়োজন প্রয়োজন।


আরো খবর