• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নওগাঁয় গাঁজা ফেন্সিডিল অস্ত্রসহ গ্রেপ্তার ১

নওগাঁ প্রতিনিধি
সর্বশেষ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

Advertisements

নওগাঁর মান্দায় গাঁজা ফেন্সিডিল ও দেশীয় অস্ত্র রামদাসহ এক জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। সোমবার রাত ২ টার দিকে উপজেলার গনেশপুর ইউনিয়নের উত্তর শ্রীরামপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১৯৩.৩ কেজি গাঁজা, ২১ বোতল ফেন্সিডিল ও ৪ টি দেশীয় অস্ত্র রামদাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী আলম ইসলাম (৩২) মান্দা থানার শ্রীরামপুর এলাকার আলাউদ্দিন মন্ডলের ছেলে।

সোমবার দুপুরে র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, সোমবার মধ্য রাতে র‌্যাব একটি অভিযান পরিচালনা করে । এ সময় মাদক ও অস্ত্রসহ কারবারি আলম ইসলামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী এলাকায় একজন চিহ্নিত মাদক কারবারি। সে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিলসহ বিভিন্ন ধরণের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় পাইকারী ভাবে বিভিন্ন মাদক কারবারিদের নিকট বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে নওগাঁর মান্দা থানায় একটি মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে।


আরো খবর