নওগাঁর ধামইরহাটে প্রায় ১৫ কোটি টাকা মুল্যের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার বিকালে শিমুলতলী উপজেলার কাশিপুর গ্রামের নলপুকুর বুড়োইল দিঘী থেকে সাড়ে ২৭ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পত্নীতলা ১৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মামুন।
তিনি আরও জানান, সুবেদার তহুরুল ইসলাম এর নেতৃত্বে বিজিবির সদস্যরা মূর্তিটি উদ্ধার করেন। এর আগে দিঘি খনন করার সময়ে মূর্তিটি নজরে আসে। পরে স্থানীয়দের সহযোগিতায় বিজিবি মূর্তিটি উদ্ধার করেছেন। মূর্তিটি অভিজ্ঞ স্বর্ণকার কর্তৃক নাইট্রিক এসিড ও স্বর্ণের পরীক্ষার মাধ্যমে অত্যন্ত উচ্চমানের কষ্টি পাথরের মূর্তি বলে প্রতীয়মান হয় এবং জুয়েলারী সমিতির অভিজ্ঞ কর্মকারের ভাষ্যমতে জানা যায় উদ্ধারকৃত দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তির মূল্য প্রায় ১৫ কোটি টাকা।