• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:০৬ পূর্বাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

দুর্গাপুরের হোজা নদী রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

দুর্গাপুর প্রতিনিধি
সর্বশেষ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
দুর্গাপুরের হোজা নদী রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত
দুর্গাপুরের হোজা নদী রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

রাজশাহীর দুর্গাপুর উপজেলার হোজা নদী রক্ষা, দখল ও দূষণমুক্ত রাখি এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  সকাল ১১টায় দুর্গাপুর উপজেলার হোজা নদীর উপর অবস্থিত দুর্গাপুর ব্রিজ এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, একসময় হোজা নদী ছিল দুর্গাপুরসহ আশপাশের মানুষের জীবিকা, কৃষি ও পরিবেশের প্রাণ। কিন্তু এখন এই নদী দখল, দূষণ ও বর্জ্য ফেলার কারণে ধীরে ধীরে মৃতপ্রায় হয়ে পড়েছে। বক্তারা অবিলম্বে নদী দখলমুক্ত করা, দূষণ নিয়ন্ত্রণ ও নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা বাপা’র সভাপতি একেএম মোহাইমিনুল হক রেন্টু। সাধারণ সম্পাদক মোঃ রাক্তিবুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপা কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ জামাত খান।
এছাড়া উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বাপা’র সভাপতি অবঃ অধ্যক্ষ মাহমুদ হোসেন, সাধারণ সম্পাদক মোসাঃ সেলিনা বেগম, ভারপ্রাপ্ত সহ-সভাপতি প্রভাষক মোঃ জুয়েল কিবরিয়া, গ্রীণ ভয়েস রাজশাহীর সভাপতি মোসাঃ রাবেয়া খাতুন, কোষাধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম এবং নির্বাহী সদস্য মোসাঃ রাশেদা পারভীন প্রমুখ।
বক্তারা আরও বলেন, হোজা নদী শুধু একটি জলাধার নয়, এটি দুর্গাপুর অঞ্চলের পরিবেশ, কৃষি ও জীববৈচিত্র্যের অবিচ্ছেদ্য অংশ। তাই নদী রক্ষায় স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে টেকসই উদ্যোগ গ্রহণ করতে হবে। মানববন্ধন শেষে নদী রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা হোজা নদীকে পুনর্জীবিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।


আরো খবর