গোদাগাড়ীতে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুইদিন পর মোস্তাকিম হাসান রিসাদ (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত ১০ টার দিকে উপজেলার হরিশংকরপুর এলাকায় জেলেদের জালে আটকে থাকা অবস্থায় মরদেহটি ভেসে ওঠে। নিহত রিসাদ গোদাগাড়ী পৌর এলাকার জোতগোসাইদাস গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, গত সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বাড়ির পাশের পদ্মা নদীতে বাবার সঙ্গে গোসল করতে নামে রিসাদ। এসময় পানির স্রোতে ভেসে গিয়ে সে নিখোঁজ হয়। খবর পেয়ে গোদাগাড়ী ফায়ার সার্ভিস ও রাজশাহী থেকে বিশেষায়িত ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে টানা দুই দিন উদ্ধার অভিযান চালালেও শিশুটিকে খুঁজে পায়নি। মঙ্গলবার রাতে নদীর প্রায় ১৫ কিলোমিটার দূরে হরিশংকরপুর এলাকায় জেলেদের জালে আটকে থাকা মরদেহ দেখতে পেয়ে তারা স্থানীয়দের জানান। পরে স্বজনরা গিয়ে মরদেহ শনাক্ত করে বাড়িতে নিয়ে আসেন।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুর পরিবার জানায়, রিসাদ স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও সে ছিল সক্রিয়। হঠাৎ এভাবে তাকে হারিয়ে পরিবার এখন শোকে ভেঙে পড়েছে।
গোদাগাড়ী মডেল থানার ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নদীতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে শিশুদের অভিভাবকদের আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্থানীয় প্রশাসন।