• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

দামকুড়ায় ৭৫০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

Advertisements

রাজশাহী মহানগরীর দামকুড়া থানার জোতরাবোন এলাকা থেকে ৭৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহীর দামকুড়া থানা পুলিশ গতকাল বুধবার দুপুরে অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার ও মাদক কারবারীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতর নাম মিলন (৩৪)। তিনি নগরীর কাশিয়াডাঙ্গা থানার আদুবুড়ি গ্রামের মোজাম্মেলের ছেলে। বর্তমানে তিনি দামকুড়া থানার জোতরাবোন গ্রামে বসবাস করেন।

নগর পুলিশ জানায়, গতকাল বুধবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাশিয়াডাঙ্গা বিভাগের উপ-পুলিশ কমিশনার বিভূতি ভুষন ব্যানার্জীর তত্ত্বাবধানে দামকুড়া থানা পুলিশের একটি টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে দামকুড়া থানার জোতরাবোন এলাকায় এক মাদক কারবারী গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে দামকুড়া থানা পুলিশের একটি দুপুর পৌনে ১ টায় অভিযান চালিয়ে মিলনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে দামকুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আরো খবর