• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

তৃতীয় বৃহত্তম অর্থনীতির পথে ভারত

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
তৃতীয় বৃহত্তম অর্থনীতির পথে ভারত
তৃতীয় বৃহত্তম অর্থনীতির পথে ভারত

Advertisements

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন, ভারত শিগগিরই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে আবির্ভূত হবে। বর্তমানে দেশটি বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতি। এই যাত্রায় নতুন মাত্রা যোগ করেছে GST-২.০ যা প্রধানমন্ত্রী গত ১৫ আগস্ট লালকেল্লা থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। আগামী ২২ সেপ্টেম্বর থেকে এই সংস্কার কার্যকর হতে যাচ্ছে।
নতুন এই ট্যাক্স সংস্কার আবাসন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (MSME), , অটোমোবাইল, স্বাস্থ্যসেবা সহ প্রায় সব খাতেই গতি আনবে বলে আশা করা হচ্ছে। জীবন রক্ষাকারী ওষুধ, চিকিৎসা উপকরণ, ব্যক্তিগত জীবন ও স্বাস্থ্যবিমার উপর থেকে সম্পূর্ণভাবে কর তুলে নেওয়া হয়েছে। সৌর, বায়ু ও অন্যান্য নবায়নযোগ্য জ্বালানি খাতে জিএসটি ১২% থেকে নামিয়ে ৫% করা হয়েছে। সরকার একে নাম দিয়েছে “নেক্সট জেন জিএসটি”, যার মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষের জীবনকে আরও সহজ করা।
GST কাউন্সিল কর কাঠামোকে সরল করে দুটি স্তরে নামিয়েছে ৫% ও ১৮%। আগে ১২% করযুক্ত পণ্যগুলোকে ৫% স্তরে আনা হয়েছে এবং ২৮% করযুক্ত অনেক পণ্যকে ১৮%-এ নামানো হয়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র আগের মতোই করমুক্ত রাখা হয়েছে।
ই-ইনভয়েসিং, GSTR-  ২ ইং ও QRMP  স্কিম চালুর ফলে ট্যাক্স কমপ্লায়েন্স আরও কঠোর হবে, ভুয়া ইনপুট ট্যাক্স ক্রেডিট কমবে এবং ভোক্তারা স্বচ্ছ মূল্যের সংকেত পাবেন।

MSME খাত কম মূল্যের কাঁচামাল ও সহজ জিএসটি কাঠামোর কারণে বিশেষ সুবিধা পাবে। খাদ্য, স্বাস্থ্যসেবা, কৃষি ও গৃহস্থালি পণ্যে কর কমানোর ফলে উৎপাদন ব্যয় হ্রাস পাবে। পাশাপাশি দ্রুত রেজিস্ট্রেশন, সহজ রিফান্ড ও সরলীকৃত নিয়মের কারণে কার্যকর মূলধন বৃদ্ধি ও রপ্তানিযোগ্য প্রতিযোগিতা বাড়বে।
অটোমোবাইল খাতেও বড় ধরনের প্রভাব পড়বে। ছোট গাড়ির দাম ১২ থেকে ১২.৫ শতাংশ পর্যন্ত কমে আসবে। বড় গাড়ির ক্ষেত্রেও নতুন কর কাঠামোর ফলে মূল্য হ্রাস পাবে, ফলে বিশেষ করে ছোট গাড়ির বাজারে বিক্রি ও উৎপাদন বাড়বে।
প্রধানমন্ত্রী মোদীর ভাষ্য অনুযায়ী, GST-২.০ সংস্কার ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি, ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগ এবং দেশের রপ্তানি খাতে নতুন গতি সঞ্চার করবে।

এবিষয়ে রাজশাহীতে কর্মরত ভারতীয় দূতাবাসের সহকারি হাইকমিশনার মনোজ কুমার জানিয়েছেন, সরলীকৃত কর ব্যবস্থা ব্যবস্থা, জীবনযাত্রার মানের উন্নতি, ভোগ ও প্রবৃদ্ধি বৃদ্ধি, ব্যবসা করার সহজতা এবং সমবায় ফেডারেলিজম হলো প্রধানমন্ত্রী মোদী ঘোষিত এই সংস্কারে ডিসি এর পাঁচটি রত্ন।


আরো খবর