• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

তানোরে রাতের বেলায় বাড়িতে চোলাই মদ তৈরীরকালে গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
তানোরে রাতের বেলায় বাড়িতে চোলাই মদ তৈরীরকালে গ্রেপ্তার ৪
তানোরে রাতের বেলায় বাড়িতে চোলাই মদ তৈরীরকালে গ্রেপ্তার ৪

Advertisements

তানোরে রাতের বেলা বাড়িতে বাড়িতে চোলাই মদ তৈরীর কালে ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫
বৃহস্পতিবার সকাল পৈানে ৭ টার দিকে তানোর থানা বনকেশর এলাকায় অভিযান পরিচালনা তাদেক গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, শ্রী মন্ডল টুডু (৫৫), মৃত সনাতন টুডু ছেলে ও শ্রী উপেন মন্ডল (২৬), শ্রী মন্ডল টুডু ছেলে, শ্রী রনজিত টুডু (৩৫), শ্রী সুকল টুডু ছেলে, শ্রী আয়ন ইসকু (৪৫), মৃত মুর্ত্তি ইসকু ছেলে। সকলেই তানোর থানার বনকেশর এলাকার বাসিন্দা।র‌্যাব-৫ এর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে র‌্যাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ একটি আভিযানিক দল জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী রাজশাহী জেলার তানোর থানাধীন বনকেশর গ্রাম তাদের নিজ বসতবাড়িতে অস্বাস্থ্যকর উপায়ে প্রাণঘাতী ও অবৈধ মাদকদ্রব্য চোলাইমদ প্রক্রিয়া জাত করছে। পরবর্তীতে র‌্যাবের গোয়েন্দা দল উক্ত আসামীদের গতিবিধি পর্যবেক্ষণ করে এবং অদ্য তারিখ অভিযান পরিচালনা করে বিপুল পরিমান চোলাই মদ উদ্ধারসহ ০৪ জন ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। গ্রেপ্তারের সময় চোলাই মদ-৩১২০ লিঃ প্লাস্টিকের ড্রাম ৬ টি, এ্যালোমিনিয়ামের পাতিল ১৩ টি, প্লাস্টিকের বালতি ১৪ টি, মাটির পাতিল ২৭ টি, জারকিন ১ টি উদ্ধার করা হয়।
ধৃত আসামীদ্বয় এলাকার চিহ্নিত চোলাই মদের প্রস্থতকারী ও ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে নিজ বাড়িতে চোলাই মদ উৎপাদন করে গ্রামের যুবকদের নিকট ৫০ ও ১০০ টাকায় ছোট ছোট বোতলে বিক্রয় করে আসছিল। এছাড়াও অতি সম্প্রতি এই বাংলা চোলাই মদ সেবনে প্রান নাশের ঘটনাও ঘটেছে। কেননা সরেজমিনে দেখা যায়, নিষিদ্ধ এই মাদক দ্রব্য তৈরীতে অত্যন্ত নিম্ন মান ও অপরিচ্ছন্ন কাচামাল ব্যবহার করা হচ্ছে। একটি অসাধু চক্র অধিক লাভের আশায় এই অবৈধ মাদক ব্যবসা করে আসছে।
আসামীদের বিরুদ্ধে তানোর থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


আরো খবর