• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

তানোরে যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

তানোর প্রতিনিধি
সর্বশেষ: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
তানোরে যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষন কোর্সের উদ্বোধন
তানোরে যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

Advertisements

প্রযুক্তি নির্ভর যুব শক্তি বহুপাক্ষিক অংশিদারিত্বে অগ্রগতি এ স্লোগানকে সামনে রেখে রাজশাহীর তানোরে ভ্রাম্যমান কম্পিউটার বেসিক ও নেটওয়ার্কিং প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে টেকাব ২য় পর্যায় শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় ভ্রাম্যমান কম্পিউটার বেসিক ও নেটওয়ার্কিং প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করেন, তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাঈমা খান।

তানোর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমির হামজা এর সভাপতিত্বে ও পরিচলনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খন্দকার আবু সাঈদ হোসেন, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সোনালী খাতুন, যুব উন্নয়ন কর্মকর্তা ক্যাশিয়ার আল আমিন।

যুব উন্নয়ন কর্মকর্তা খন্দকার আবু সাঈদ হোসেন বলেন তানোর উপজেলার ২টি পৌরসভা ও ৭টি ইউনিয়ন থেকে আবেদনর ভিত্তিতে যাচাই বাছাই করে ৪০জন প্রশিক্ষণার্থীকে দুই মাস মেয়াদী কম্পিউটার বেসিক ও নেটওয়ার্কিং বিষয়ে প্রশিক্ষন প্রদান করা হবে।

প্রশিক্ষণার্থীরা জানান, এ ধরনের উদ্যোগ তাদের জন্য আশীর্বাদ। বিনামূল্যে প্রশিক্ষণ পেয়ে তারা নিজেদের দক্ষতা বাড়িয়ে কর্মজীবনে প্রবেশ করে বেকারত্ব দূর করার সুযোগ পাবেন। তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাঈমা খান বলেন, গ্রামের দরিদ্র ও মেধাবী যুবক-যুবতীদের বিনামূল্যে মানসম্মত কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে তারা স্বাবলম্বী হতে পারবে এবং তাদের জীবনমানের উন্নয়ন ঘটবে। প্রশিক্ষন গ্রহন করে নিজেদেরকে দক্ষ হিসেবে গড়তে পারবে।


আরো খবর