• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

তানোরে দুই গভীর নলকূপে তালা, সেচ কার্যক্রম বন্ধ

তানোর প্রতিনিধি
সর্বশেষ: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
তানোরে দুই গভীর নলকূপে তালা, সেচ কার্যক্রম বন্ধ
তানোরে দুই গভীর নলকূপে তালা, সেচ কার্যক্রম বন্ধ

Advertisements

তানোরে দেশীয় অস্ত্র নিয়ে দুই দিনে দু’টি গভীর নলকূপে তালা মারা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার ও রোববার কামারগাঁ ইউনিয়ন ইউপির ছাঐ মৌজায় ঘটে গভীর নলকূপে তালা মারার ঘটনাটি। এঘটনায় গভীর নলকূপের দুই অপারেটর ওয়াসিম ও শামিউল বাদী হয়ে আজিজুল,এরশাদ, মোজাফফর ও যুবলীগ নেতা মিজানুর সহ ৯/১০ জনের নাম উল্লেখ করে রোববার দুপুরের দিকে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, বিগত ২০২৪ সালের শেষের দিকে উপজেলার কামারগাঁ ইউপির ছাঐ মৌজায় অবস্থিত দুটি গভীর নলকূপের অপারেটর হিসেবে নিয়োগ পান ওয়াসিম আকরাম ও শামিউল ইসলাম। নিয়োগ পাওয়ার পর গভীর নলকূপের আওতায় কৃষকদের নিয়ে কমিটি করে সেচ কার্যক্রম পরিচালনা করে আসছে।

এঅবস্থায় গত শনিবার অভিযুক্ত মোজাফফর, আজিজুল ও মিজানের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে শামিউলের গভীর নলকূপে তালা মারার চেষ্টা করলে কৃষকদের বাঁধর মুখে চলে আশে তারা। শামিউল জানান, আমি গভীর নলকূপের অপারেটর হিসেবে নিয়োগ পাওয়ার পর ২১ সদস্য বিশিষ্ট কমিটি করে সেচ কার্যক্রম পরিচালনা করে আসছি। কিন্তু হঠাৎ গত শনিবার মোজাফফর ও আজিজুলের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে আমার গভীর নলকূপে তালা মারতে আসে। কিন্তু স্থানীয় কৃষকদের প্রতিরোধে তারা তালা মারতে পারেনি।

গত বোরো মৌসুমে বিঘায় ১২০০ টাকা হারে চাষাবাদ করে কৃষকরা। সেচের পানি নিয়ে কোন সমস্যা নেই। তারপরও নানা অজুহাতে তারা এসব করছে। আরেক অপারেটর ওয়াসিম আকরাম জানান, আমিও নিয়োগ পেয়ে গভীর নলকূপের আওতায় ২১ সদস্য বিশিষ্ট কমিটি করে সেচ কার্যক্রম চলছে। হঠাৎ করে রোববার সকালের দিকে দেশীয় অস্ত্র নিয়ে গভীর নলকূপে তালা মারে। আমি ৯৯৯ কল করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। অবশ্য তার কিছু আগে কৃষকরাই তালা ভেঙে ফেলে।


আরো খবর