• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৬ পূর্বাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

তানোরে ডাসকো প্রায়োরিটি প্রকল্পের বার্ষিক সংলাপ সভা

তানোর প্রতিনিধি
সর্বশেষ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
তানোরে ডাসকো প্রায়োরিটি প্রকল্পের বার্ষিক সংলাপ সভা
তানোরে ডাসকো প্রায়োরিটি প্রকল্পের বার্ষিক সংলাপ সভা

তানোরে বেসরকারি উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশনের “প্রায়োরিটি প্রকল্পের” বার্ষিক সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় ৭ নং চাঁন্দুড়িয়া ইউনিয়ন পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা ডাসকো প্রায়োরিটি প্রকল্পের চাইল্ড নেটওয়ার্ক ও নেটজ পার্টনারশিপ ফর ডেভেলপমেন্ট অ্যান্ড জাস্টিসের অর্থায়নে এ সভার আয়োজন করা হয়।

সংলাপ সভায় চাঁন্দুড়িয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ওয়াকিল শেখ এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং চাঁন্দুড়িয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন, রাতুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম সহ চাঁন্দুড়িয়া ইউপি সদস্য সদস্যা, ডাসকো প্রায়োরিটি প্রকল্পের সহকারী (এসও) মোমিতা রানী, শিউলি, সুলতানা।

সংলাপ সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রায়োরিটি প্রকল্পের এডুকেশন অর্গানাইজার সঞ্জয় টপ্প। প্রধান অতিথি মিজানুর রহমান তার বক্তব্যে বলেন, অন্তর্ভুক্তিমূলক ও মানসম্মত শিক্ষা এখন সময়ের দাবি। আমাদের গ্রামীণ এলাকার শিশুদের শিক্ষায় পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। সরকার ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর উদ্যোগে শিক্ষার মানোন্নয়নে যে কাজ চলছে, তা আরও গতিশীল করতে হবে। অভিভাবক, শিক্ষক ও স্থানীয় প্রশাসনের সমন্বিত প্রচেষ্টাই পারে আমাদের সন্তানদের একটি উজ্জ্বল ভবিষ্যৎ উপহার দিতে।

তানোর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন বলেন প্রকল্পের বার্ষিক সংলাপ বলতে সাধারণত একটি নির্দিষ্ট প্রকল্পের অধীনে বার্ষিক সভা বা আলোচনাকে বোঝানো হয়, যেমন উন্নয়নের জন্য সিস্টেম শক্তিশালীকরণ প্রকল্পের বার্ষিক ইউনিয়ন পর্যায়ের সংলাপ, যা গত জানুয়ারি থেকে ২ ডিসেম্বর পর্যন্ত প্রকল্পের অগ্রগতি, পরিকল্পনা এবং সমস্যা নিয়ে আলোচনা করা হয়।শিক্ষা কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সমস্যা দ্রুত চিহ্নিত করে সমাধানের জন্য ইউনিয়ন পর্যায়ের এই সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডাসকো “প্রায়োরিটি” প্রকল্পের মাধ্যমে স্কুল পর্যায়ে যেসব উদ্যোগ নেওয়া হচ্ছে, সেগুলোর সুফল ইতোমধ্যে দেখা যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম শিক্ষা উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে।এই সংলাপ সভায় অংশ নেন ইউনিয়ন পরিষদের ইডিসি সদস্য ও শিক্ষক,অভিভাবক, সাংবাদিক,বিভিন্ন রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শ্রেণি-পেশার মানুষ।


আরো খবর