• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

তানোরে চাঁন্দুরিয়া ইউনিয়নে যুবদলের আয়োজনে মহিলাদের নিয়ে উঠান বৈঠক

তানোর প্রতিনিধি
সর্বশেষ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
তানোরে চাঁন্দুরিয়া ইউনিয়নে যুবদলের আয়োজনে মহিলাদের নিয়ে উঠান বৈঠক
তানোরে চাঁন্দুরিয়া ইউনিয়নে যুবদলের আয়োজনে মহিলাদের নিয়ে উঠান বৈঠক

Advertisements

তানোর উপজেলার চাঁন্দুরিয়া ইউনিয়নের কাঁঠাল পাড়া গ্রামে যুবদলের আয়োজনে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষে মহিলাদের নিয়ে উঠান বৈঠক অনুষ্টিত হয়েছে। শুক্রবার বিকাল  ৪ টার দিকে চাঁন্দুরিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি সাফিউল ইসলামের সভাপতিত্বে ও সঞ্চালনা করেন তানোর উপজেলা যুবদলের সদস্য এখলাসুর রহমান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁন্দুড়িয়া ইউনিয়েনর সাবেক চেয়ারম্যান ও তানোর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মফিজ উদ্দীন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহাফুজুর রহমান রিমন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁন্দুরিয়া ইউনিয়ন সাবেক সভাপতি মুনসুর রহমান, চাঁন্দুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক সোহেল রানা, চাঁন্দুরিয়া ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক কাউসার আলী, চাঁন্দুরিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বুলবুল আহম্মেদ, চাঁন্দুরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ওয়াহেদ আলী, ৭ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক রজব আলী, চাঁন্দুরিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর, ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবদল সভাপতি আব্দুর রাকিব, জুয়েল রানা সাবেক যুগ্ম আহ্বায়ক চান্দুরিয়া ইউনিয়ন যুবদল সাবেক যুগ্ম আহ্বায়ক জুয়েল রানা, তোফাজ্জল হোসেন, জসিম উদ্দিন, ইয়াকুব আলী, আবু বাক্কার, মেম্বার তাহাসান আলী, মেম্বার সুরমান আলী সহ অনেকে।

প্রধান অতিথি তার বক্তব্যে মফিজ উদ্দীন বলেন, মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন এর হাতকে শক্তিশালী করতে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এবং বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে তানোর উপজেলার বিভিন্ন শ্রেণি- পেশার মানুষের উন্নয়নে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া হবে। দরিদ্র নারীদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করা হবে। বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করা হবে এবং নারীদের শিক্ষা ও স্বাস্থ্য সেবাসহ সরকারি সুযোগ-সুবিধার সুষম বণ্টন নিশ্চিত করা হবে। উঠান বৈঠকে বিপুল সংখ্যক নারীর পুরুষ অংশগ্রহণে অনুষ্ঠানস্থল উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।


আরো খবর