• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

তানোরে গরুকে দ্রুত মোটাতাজা করতে খাওয়ানো হচ্ছে ভয়ংকর ডেক্সামেথাসন

তানোর প্রতিনিধি
সর্বশেষ: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

Advertisements
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রাজশাহীর তানোর উপজেলার অসৎ কিছু ব্যবসায়ী গরু মোটাতাজা করার জন্য নিষিদ্ধ ভারতীয় ওষুধ “ডেক্সামেথাসন”ব্যবহার করা হচ্ছে। এসব গরুর মাংস মানুষের স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে বলে মনে করছেন চিকিৎসকরা।
ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, ঈদুল ফিতরের পরপরই কিছু ব্যবসায়ীরা দুর্বল গরু কেনেন। কিছুদিন লালনপালন করার পর গরুকে নিষিদ্ধ ভারতীয় ডেক্সামেথাসন বড়ি খাওয়ানো হয়। এতে অল্প দিনের মধ্যে গরু মোটাতাজা হয়। ফলে ঈদুল আজহায় হাটে ভালো দাম পাওয়া যায়।
চিকিৎসকদের মতে, বলবর্ধক নিষিদ্ধ বড়ি খাওয়ানোর ফলে পশুর যকৃৎ ও কিডনিতে পানি জমে। ওই পানি শরীর থেকে বের হতে না পেরে মাংসে সঞ্চারিত হয়। ফলে গরু ফুলে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন চিকিৎসকরা বলেন, মোটাতাজা ওষুধ গরুকে অতিরিক্ত খাওয়ালে যেমন ক্ষতিকর,তেমনি এসব গরুর মাংসও মানুষের জন্য ক্ষতিকর।
তানোর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) বারনাস হাসদা জানান, স্টেরয়েড গ্রুপের এসব ওষুধ সেবনের কারণে দ্রুত মোটাতাজা হলেও গরু রোগাক্রান্ত ও নিস্তেজ হয়ে পড়ে এবং গরুর কিডনি, যকৃৎ, ফুসফুস, কলিজা ও মাংস নষ্ট হয়ে যায়।
তানোর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা ওয়াজেদ আলী মিয়া জানান ,ডেক্সামেথাসন জাতীয় ওষুধ গরুকে বেশি মাত্রায় খাওয়ালে অনেক খারাপ প্রভাব পড়ে। এ ওষুধ খাওয়ানো ঠিক নয়।  আমরা এ বিষয় খামারিসহ সাধারণ মানুষকে সচেতনতামূলক তথ্য প্রচার করে থাকি। এটি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এ বিষয়ে কোনো অভিযোগ পেলে আমারা আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।


আরো খবর