রাজশাহীর চারঘাট উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ২শ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার করা হয়েছে। এ সময় আরেকজন অভিযুক্ত কৌশলে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত আ. রহমান (৫২)। তিনি চারঘাট থানার বালাদিয়াড় গ্রামের মৃত আজের মোল্লার ছেলে।
ডিবি পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১১ টার দিকে চারঘাট থানাধীন বালাদিয়াড় গ্রামে অভিযুক্ত আ. রহমানের বসতবাড়ির মেইন গেটের সামনে অভিযান পরিচালনা করা হয়। বালাদিয়াড় গ্রামে দুইজন মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করে।
ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালানোর চেষ্টা করলে আ. রহমানকে আটক করা হয়। দেহ তল্লাশিকালে তার পরিহিত লুঙ্গির ডান কোচর থেকে একটি নীল রঙের এয়ারটাইট পলিব্যাগে রাখা ২শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় অপর অভিযুক্ত চারঘাট থানার নাজমুল ইসলাম বাবু পালিয়ে যেতে সক্ষম হয়। তাকে গ্রেপ্তার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ইয়াবা উদ্ধারের ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক অভিযুক্তের বিরুদ্ধে চারঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।