• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ছাত্রলীগের বিরুদ্ধে রাজশাহী কলেজ ছাত্রদলের স্মারকলিপি, ব্যবস্থা না নিলে আন্দোলনের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: সোমবার, ৭ জুলাই, ২০২৫
ছাত্রলীগের বিরুদ্ধে রাজশাহী কলেজ ছাত্রদলের স্মারকলিপি, ব্যবস্থা না নিলে আন্দোলনের হুঁশিয়ারি
ছাত্রলীগের বিরুদ্ধে রাজশাহী কলেজ ছাত্রদলের স্মারকলিপি, ব্যবস্থা না নিলে আন্দোলনের হুঁশিয়ারি

Advertisements

কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজশাহী কলেজের সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ১৬ই জুলাইয়ের মধ্যে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজশাহী কলেজ শাখা ছাত্রদল কলেজ প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করেছে।

এ বিষয়ে নির্ধারিত সময়ের দৃশ্যমান ব্যবস্থা না নেওয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। সোমবার (৭ জুলাই) দুপুর ১২ টায় রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে রাজশাহী কলেজ অধ্যক্ষের নিজ কার্যালয়ে অধ্যক্ষ বরাবর স্মারক লিপি জমা দেওয়া হয়। ‎এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মুঃ যহুর আলী,উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলীসহ কলেজ শাখা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিল।

স্মারকলিপি দাবিগুলো হলো, ১. ২০২৪ সালের ১৬ জুলাই সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে রাজশাহী কলেজ প্রশাসন কর্তৃক একটি পৃথক মামলা দায়ের করতে হবে। ২. হামলায় জড়িত ছাত্রলীগের শীর্ষ সন্ত্রাসীদের শিক্ষার্থী তালিকা থেকে বহিষ্কারের ব্যবস্থা নিতে হবে। ৩. সেদিনের নির্যাতিত শিক্ষার্থীদের নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে এবং ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ও নিরাপত্তা বজায় রাখতে হবে।


আরো খবর