চারঘাট সীমান্তে ফেনসিডিল জব্দ
রাজশাহীর চারঘাট সীমান্ত থেকে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ ইউসুফপুর বিওপির একটি নিয়মিত টহল দল সোমবার রাত সাড়ে ১২টার দিকে সীমান্ত থেকে প্রায় এক কিলোমিটার ভেতরে চারঘাট উপজেলার চক মুক্তারপুর এলাকায় অভিযান চালায়। অভিযানকালে মালিকবিহীন অবস্থায় একটি প্লাস্টিকের বস্তা থেকে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেয়া হয়েছে।