চারঘাটে বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চারঘাট পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, দপ্তর সম্পাদক জালাল উদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন মুকুট, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলমগীর হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনা প্রমুখ।
দোয়া মাহফিলে আবেগপ্রবণ হয়ে কান্নায় ভেঙে পড়েন প্রধান অতিথি আবু সাঈদ চাঁদ। তিনি বলেন, বেগম খালেদা জিয়া সারা বাংলার মানুষের হৃদয়ের স্পন্দন। তিনি আমাদের অভিভাবক, আমাদের মা। আল্লাহর কাছে তাঁর দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করি।