• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

চারঘাটের শলুয়া কলেজ ছাত্রদলের সভাপতি মুনজুর, সম্পাদক সাব্বির হোসেন

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
চারঘাটের শলুয়া কলেজ ছাত্রদলের সভাপতি মুনজুর, সম্পাদক সাব্বির হোসেন
চারঘাটের শলুয়া কলেজ ছাত্রদলের সভাপতি মুনজুর, সম্পাদক সাব্বির হোসেন

Advertisements

রাজশাহীর চারঘাট উপজেলার শলুয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মুনজুর রহমানকে সভাপতি এবং সাব্বির হোসেনকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজশাহী জেলা শাখা। শনিবার সন্ধ্যা সাতটার দিকে জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার এবং সদস্য সচিব আল আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করেন।

রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার এবং সদস্য সচিব আল আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, শলুয়া কলেজ ছাত্রদলের ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে এবং আগামী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। অনুমোদিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ বিল্লাল হোসেন, সহ-সভাপতি মোঃ সাব্বির ও তিথি খাতুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওয়োন ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জয় ও সজিব ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ নবাব, দপ্তর সম্পাদক হাসিব আলী এবং প্রচার সম্পাদক তিথি ইয়াসমিন।

কমিটি ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দ রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় শলুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক মাসুম, শলুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আরমান আলী মৃধা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও কলেজ অধ্যক্ষ নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।


আরো খবর