টানা তিনদিনের অস্বাভাবিক বৃদ্ধির পর চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানি কমতে শুরু করেছে। হঠাৎ পানি বৃদ্ধিতে নদী তীরবর্তী এলাকায় আতঙ্ক সৃষ্টি হলেও শনিবার সকাল থেকে পানি কমতে শুরু করায় কিছুটা স্বস্তি ফিরেছে মানুষের মধ্যে।
চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পাঙ্খা পয়েন্টে পানি কমেছে ৮ সেন্টিমিটার। বর্তমানে ওই পয়েন্টে পানির উচ্চতা ১৯ দশমিক ৭২ মিটার রেকর্ড করা হয়েছে।
যেখানে বিপৎসীমা ধরা হয় ২২ দশমিক ০৫ মিটার। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব জানান, গত তিনদিনে পদ্মা নদীতে মোট ৪২ সেন্টিমিটার পানি বেড়েছিল। এর মধ্যে প্রথম দিনেই অর্থাৎ বুধবার এক লাফে ৩০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পায়, যা ছিল বেশ অস্বাভাবিক। এরপর বৃহস্পতিবার ও শুক্রবারও পানি সামান্য করে বাড়তে থাকে। তবে শনিবার থেকে পানি কমার প্রবণতা দেখা দিয়েছে। তিনি আরও বলেন, বর্তমানে বিপৎসীমার অনেক নিচে পানি থাকলেও যেভাবে হঠাৎ করে পানি বেড়েছিল, তা স্বাভাবিক নয়। আমরা বিষয়টি পর্যবেক্ষণে রেখেছি।
স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ পানি বৃদ্ধির কারণে পদ্মা পাড়ের নাচোল, শিবগঞ্জ ও সদর উপজেলার কিছু নিম্নাঞ্চলে মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। বিশেষ করে চরে বসবাসরত মানুষজন আতঙ্কে ঘরের জিনিসপত্র উঁচু স্থানে সরিয়ে রাখেন। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, ভারতের উজান থেকে নেমে আসা পানির প্রভাবে গত সপ্তাহের মাঝামাঝি সময়ে পদ্মায় পানির হঠাৎ বৃদ্ধি ঘটে থাকতে পারে। তবে বৃষ্টিপাত না থাকায় এবং উজানের পানি প্রবাহ কমে আসায় নদীর পানি এখন ধীরে ধীরে নামতে শুরু করেছে। এদিকে নদী তীরবর্তী মানুষজনও এখন কিছুটা স্বস্তিতে থাকলেও সতর্ক দৃষ্টিতে পরিস্থিতির দিকে নজর রাখছেন। স্থানীয় প্রশাসন ও পাউবো মাঠপর্যায়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং নদীর পানি প্রবাহ ও পাড়ের অবস্থা পর্যবেক্ষণ করছে।