• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

চাঁপাইনবাবগঞ্জে সার ডিলারদের মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
চাঁপাইনবাবগঞ্জে সার ডিলারদের মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জে সার ডিলারদের মানববন্ধন

Advertisements

সারের বিদ্যমান নীতিমালা বহাল রাখা, যৌক্তিক কমিশন নির্ধারণ এবং মাঠপর্যায়ে কৃষকদের স্বার্থ সংরক্ষণের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে সার ডিলাররা। রোববার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে জেলার পাঁচ উপজেলার সার ডিলার ও সাব-ডিলাররা অংশ নেন।

বক্তারা বলেন, ২০০৯ সালের ডিলার নিয়োগ ও সার বিতরণ নীতিমালার ফলে কৃষকরা সহজে সার পেয়ে আসছেন। খুচরা বিক্রেতাদের মাধ্যমে কৃষকের দোরগোড়ায় সার পৌঁছে যাচ্ছে যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কিন্ত সেই নীতিমালা পরিবর্তনের উদ্যোগ নেওয়া হলে মাঠ পর্যায়ে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন এবং সারের সরবরাহে সংকট দেখা দিতে পারে। তারা বলেন, সারের বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এবং কৃষকদের স্বার্থ রক্ষায় বিদ্যমান নীতিমালা বহাল রাখা জরুরি। পাশাপাশি ডিলারদের জন্য যৌক্তিক কমিশন নির্ধারণ, চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সার বরাদ্দ, পরিবহন খরচের সমন্বয় এবং সার সরবরাহে জটিলতা নিরসনের দাবি জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি আকবর হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী সেতাউর রহমান, সহ-সভাপতি দানিউল হকসহ সংগঠনের অন্য নেতৃবৃন্দ। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করা হয়।


আরো খবর