• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ৮ গরু জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
চাঁপাইনবাবগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ৮ গরু জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ৮ গরু জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকার চোরাচালান প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) ভোর থেকে সকাল পর্যন্ত টানা অভিযান চালিয়ে ভারতীয় ৮টি গরু জব্দ করেছে। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এই বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার দুপুরে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় চোরাকারবারীরা ভারত থেকে গবাদিপশু এনে নদীতে ভাসিয়ে বা বিভিন্ন স্থানে লুকিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছে।

এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৪টা ৩০ মিনিট থেকে সকাল ৭টা পর্যন্ত মনোহরপুর, জহুরপুর ও জহুরপুরটেক বিওপির বিশেষ টহলদল সদর ও শিবগঞ্জ থানার সূর্যনারায়নপুর ও দুর্লভপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ৮টি ভারতীয় গরু জব্দ করে। পরে জব্দ করা গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, বিজিবি সীমান্ত এলাকায় সব ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে সর্বদা সতর্ক রয়েছে। দায়িত্বপূর্ণ এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান রোধে বিজিবির এ অভিযান অব্যাহত থাকবে।


আরো খবর