• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:১০ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ: রবিবার, ২৯ জুন, ২০২৫
চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

Advertisements

চাঁপাইনবাবগঞ্জে তিন দিনবাপী ফল মেলার উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই মেলার আয়োজন করে। এই সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. ইয়াসিন আলী, চাঁপাইনবাবগঞ্জ কল্যানপুর হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক এ কে এম মঞ্জুরে মাওলা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলামসহ অন্যরা।

মেলায় স্টলে আম, কাঠাল, লিচু, করমচা, কলা, খেজুর, ডালিম, পানিফল, চালতা, পিয়ারা, কাঠলিচু, জাম, ডুমুর, টমেটো, সফেদা, বনকাঠাল, তাল, নারিকেল, ডাব, কামরাঙ্গা, ড্রাগন, পেপে, বাতাবি লেবু, ছোট লেবুসহ জেলার বিভিন্ন ধরনের ফল প্রদর্শিত হচ্ছে। মেলার বিভিন্ন স্টলে ১২৭ জাতের আমসহ নানান মৌসুমী ফল প্রদর্শন করা হচ্ছে। শেষে স্টল ঘুরে দেখেন অতিথিগণ। আগামী ১ জুলাই পর্যন্ত চলবে এই মেলা।


আরো খবর