• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

গোসলে নেমে প্রাণ গেল ৪ জনের

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: রবিবার, ১৪ জুলাই, ২০২৪

Advertisements

জামালপুরের মেলান্দহে বন্যার পানিতে গোসল করতে নেমে এক গৃহবধূ ও তিন কিশোরীর মৃত্যু হয়েছে।

রোববার (১৪ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের দক্ষিণ বালুর চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন – দক্ষিণ বালুর চর এলাকার বাবুল মিয়ার স্ত্রী রোকসানা বেগম (৩৫), সবুজ মিয়ার মেয়ে সাদিয়া (১৪), গোলাপ উদ্দিনের মেয়ে খাদিজা (৯), ও দেলোয়ার হোসেন এর মেয়ে দিশা আক্তার (১৭)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে পাচঁজন একসঙ্গে বাড়ির পাশে বানের পানিতে গোসল করতে নামেন। এসময় সাদিয়া ও খাদিজা ডুবে গেলে গৃহবধূ রোকসানা ও দিশা আক্তারও তাদের বাঁচাতে গেলে তারাও ডুবে যায়। রিমা আক্তার নামের একজন ফিরে গিয়ে এ কথা জানায় সবাইকে। পরে স্থানীয়রা মরদেহগুলো উদ্ধার করে।

মেলান্দহ থানা অফিসার ইনচার্জ রাজু আহম্মেদ বলেন, নিহতের চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে।


আরো খবর