• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

গোমস্তাপুরে মাদক বিরোধী খেলা অনুষ্ঠিত

গোমস্তাপুর প্রতিনিধি
সর্বশেষ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
গোমস্তাপুরে মাদক বিরোধী খেলা অনুষ্ঠিত
গোমস্তাপুরে মাদক বিরোধী খেলা অনুষ্ঠিত

Advertisements

‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ এই স্লোগান নিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদক বিরোধী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মোরগ লড়াই, দৌড় প্রতিযোগিতা, বড় ছেলে মেয়েদের বল নিক্ষেপ ও ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১০ টায় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলার রহনপুর পিএম আইডিয়াল কলেজ মাঠে মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করে এ খেলাগুলো অনুষ্ঠিত হয়।

খেলাগুলোতে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। খেলায় সভাপতিত্ব করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান। প্রধান অতিথি ছিলেন গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আব্দুল বারিক। বিশেষ অতিথি ছিলেন রহনপুর পুনর্ভবা মহানন্দা (পিএম) কলেজের অধ্যক্ষ ইমতিয়াজ মাসরুর, হুজরাপুর মডেল একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম,সাংবাদিক নাহিদ ইসলাম, শফিকুল ইসলাম, সারোয়ার জাহান সুমন ও আল মামুন।

খেলার সার্বিক সহযোগিতায় ছিলেন,সাংবাদিক এমরান আলী বাবু, রহনপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালক ইফতিখার মাসরুর শুভ ও কিশোর কমল প্রাইভেট একাডেমির পরিচালক শামসুদ্দিন সামশু। এ আয়োজনের মূল লক্ষ্য তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক থেকে দূরে রাখা এবং সচেতনতা সৃষ্টি করা। পুরো টুর্ণামেন্ট জুড়ে চলেছে মাদকবিরোধী বার্তা প্রচার ও পোস্টার প্রদর্শনী।

এ সময় বক্তারা মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে দূরে রাখার আহ্বান জানান।


আরো খবর