• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৬ পূর্বাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

গোদাগাড়ীতে বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

গোদাগাড়ী প্রতিনিধি
সর্বশেষ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
গোদাগাড়ীতে বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
গোদাগাড়ীতে বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

গোদাগাড়ী উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় কালু (৫৫) নামের এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার সুইজগেট বাসুদেবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কালু কাশিমপুর এলাকার বাসিন্দা ওয়েজউদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সকালে কালু সাইকেলযোগে বাড়ি থেকে কাজে যাওয়ার সময় রহনপুর ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস পেছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে গোদাগাড়ী মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পরপরই বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

বাস ও চালকের পরিচয় শনাক্তে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন স্থানে চেকপোস্টে বার্তা পাঠানো হয়েছে। গোদাগাড়ী মডেল থানার তদন্ত ওসি মোয়াজ্জেম হোসেন বলেন, এটি অত্যন্ত দুঃখজনক সড়ক দুর্ঘটনা। বাসটি শনাক্ত ও চালককে আটক করতে অভিযান চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। স্থানীয়রা অভিযোগ করেন, সুইজগেটবাসুদেবপুর সড়কে দীর্ঘদিন ধরেই অতিরিক্ত গতিতে বাস চলাচল করে। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা এলাকাটিতে নিয়মিত ট্রাফিক তদারকির দাবি জানান।


আরো খবর