• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

গোদাগাড়ীতে নাশকতার মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

গোদাগাড়ী প্রতিনিধি
সর্বশেষ: রবিবার, ২৯ জুন, ২০২৫
গোদাগাড়ীতে নাশকতার মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
গোদাগাড়ীতে নাশকতার মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

Advertisements

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কুমরপুর গ্রামে বিএনপির নির্বাচনী অফিসে নাশকতা ও রাজনৈতিক সহিংসতার অভিযোগে দায়ের হওয়া মামলায় আওয়ামী লীগের দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার দুপুরে উপজেলার বিজয়নগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন বিজয়নগর গ্রামের সাখাওয়াত হোসেনের দুই ছেলে  বিদ্যুত (৩০) এবং মো. সাপর (৩৫)।

পুলিশ জানায়, তারা দীর্ঘদিন পলাতক ছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, গোদাগাড়ী থানার কুমরপুর গ্রামের গোরস্থান সংলগ্ন বিএনপির নির্বাচনী অফিসে নাশকতা ও হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছিল।
এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা বিএনপির নির্বাচনকালীন কার্যক্রমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে একত্রিত হয়ে পরিকল্পিতভাবে হামলা চালায়। এতে কুমরপুর, গোগ্রাম ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, রাজনৈতিক সহিংসতা ও নাশকতার মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। আসামিদের সোমবার আদালতে প্রেরণ করা।


আরো খবর