এসময় কোটাবৈষম্য নিরসন করে সংসদে আইন পাসের লক্ষ্যে জরুরি অধিবেশন আহ্বান ও ২৪ ঘন্টার মধ্যে শিক্ষার্থীদের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের এক দফা দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি দিতে গণপদযাত্রা করছে রাবির আন্দোলনরত শিক্ষার্থীরা।
রোববার (১৪ জুলাই) গণপদযাত্রায় যোগ দিতে সকাল থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে জড়ো হতে শুরু করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ কর্মসূচিতে রাজশাহী কলেজ ও রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যোগ দিয়েছেন।
বেলা ১টার দিকে রাজশাহী কলেজ থেকে একটি মিছিল নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসূচিতে যোগ দেয় তারা।
এর আগে, বেলা সাড়ে ১২টায় টায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে আসে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী। রাবির কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে জড়ো হওয়ার সময় শিক্ষার্থীরা, ‘রুয়েটবাসী আসছে রাজপথ কাপছে’, ‘রাজশাহী কলেজ আসছে রাজপথ কাপছে’,’একশন টু একশন, ডাইরেক্ট একশন’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’, ‘হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।