• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

উপজেলায় পরিষদ নির্বাচনে আদমদীঘিতে ৬০ কেন্দ্রর মধ্যে ১৮টি গুরুত্বপূর্ণ

আদমদীঘি প্রতিনিধি
সর্বশেষ: সোমবার, ২০ মে, ২০২৪

Advertisements
ষষ্ঠ ধাপে বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদ নির্বাচন আগামীকাল মঙ্গলবার ২১ মে অনুষ্ঠিত হবে। এ উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৬০টি ভোট কেন্দ্রের মধ্যে ১৮টি কেন্দ্র কে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সোমবার সকালে উপজেলার নির্বাচন সংশ্লিষ্টরা এসব তথ্য নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার রাজু আহম্মেদ জানান, এই উপজেলায় মোট ১ লাখ ৭২ হাজার ৪৯০ জন ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটর ৮৬ হাজার ৫৩৭ জন ও নারী ভোটার ৮৫ হাজার ৯৫২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১জন রয়েছেন। নির্বাচনী এলাকায় স্ট্রাইকিং ফোর্স ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নিরাপত্তার দায়িত্বে একাধিক টিম নিয়োজিত থাকবেন। এছাড়াও ভোটের দিন প্রত্যেক কেন্দ্রে সশস্ত্র পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন।
এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, এ উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৬০টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৮টি কেন্দ্র কে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এসব কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ কার্যক্রম শেষ করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।


আরো খবর