• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম
পাঁচবিবিতে শহীদ শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন ইউসিআইসিএস ২০২৬ এর সমাপনী রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের নতুন কমিটি ঘোষণা রাজশাহীতে লংকাবাংলা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ বিজিবির অভিযানে ১০২০ পিস ট্যাবলেটসহ গ্রেপ্তার ২ বেগম খালেদ জিয়া জীবন দিয়ে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে গেছেন: মিলন শিক্ষকদের কোচিং বাণিজ্য নির্দেশনা মানছে না রাজশাহী বিভাগের কোন শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহীতে এলপিজি সংকটে বন্ধ হচ্ছে হোটেল-রেস্তোরাঁ বেগম খালেদা জিয়া এক উজ্জ্বল নক্ষত্র: মিনু আদিনা সরকারি কলেজ জেলায় শ্রেষ্ঠ
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ঈদের আগে রাজশাহীর গণমাধ্যমকর্মীদের বেতন-বোনাস পরিশোধের দাবি আরইউজে’র

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শনিবার, ৩০ মার্চ, ২০২৪

Advertisements

পবিত্র ঈদুল ফিতর তথা রোজার ঈদের আগেই রাজশাহীর গণমাধ্যমকর্মীদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধ করার দাবি জানিয়েছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)। শনিবার (৩০ মার্চ) আরইউজে সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকি এক যৌথ বিবৃতিতে রাজশাহীর গণমাধ্যম মালিক-সম্পাদকসহ সংশ্লিষ্টদের প্রতি এই দাবি জানান।

বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, প্রতি বছর ঈদের আগে রাজশাহীসহ সারাদেশেই সাংবাদিকদের বেতন-বোনাস নিয়ে টালবাহানা করা হয়। ন্যায্য পাওনা পেতে আমাদেরকে দাবি করতে হয়। গত বছর ঈদের সময়েও রাজশাহীর বেশ কয়েকটি গণমাধ্যম প্রতিষ্ঠান সাংবাদিকদের বকেয়া, ন্যায্য বেতন ও বোনাস পরিশোধ নিয়েও টালবাহানা করেছে। এমনকি কিছু প্রতিষ্ঠান শেষ পর্যন্ত অসহায় গণমাধ্যম কর্মীদের বেতন-বোনাস পুরোপুরি পরিশোধ করেনি বলে আমরা জানতে পারি।

তাই কয়েক দিন পরেই মুসলিম উম্মাহর সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এ উপলক্ষে রাজশাহীসহ দেশের সকল গণমাধ্যম প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকদের বেতন-বোনাস পাওয়ার বিষয়টি আইনগত অধিকার। বিবৃতিতে আরইউজে’র নেতৃবৃন্দ আরও বলেন, দেশের বিদ্যমান আইন অনুসারে অন্য পেশার মতো সাংবাদিকরাও যথা সময়ে বকেয়া বেতন-ভাতা বুঝে পাবেন।

ঈদুল ফিতর উপলক্ষে ন্যায্য বোনাস পাবেন। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও আমরা আশা প্রকাশ করি। রাজশাহীর গণমাধ্যম কর্মীদের বেতন-বোনাস প্রাপ্তির ক্ষেত্রে ঈদের আগমূহুর্তে সাংবাদিকদের যেন রাস্তায় নেমে আন্দোলন করতে না হয় সেই বিষয়টিও গণমাধ্যম মালিকসহ সংশ্লিষ্টদের হুশিয়ার ও সতর্ক করেন আরইউজে’র নেতৃবৃন্দ।


আরো খবর