• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

আরটিজেএ’র আহ্বায়ক কমিটি গঠন

রিপোর্টার নাম:
সর্বশেষ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

Advertisements

রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-আরটিজেএ’র সাধারণ সভা রোববার সন্ধ্যায় নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মেহেদী হাসান শ্যামল।
সভায় সদস্যদের সম্মতিক্রমে আরটিজেএ’র সংশোধিত গঠনতন্ত্র পাস করা হয়। সভায় জানানো হয়, আবেদনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন টেলিভিশনে কর্মরত ৮ জনকে আরটিজেএ’র সদস্যপদ দেয়ার সিদ্ধান্ত হয়েছে।
পরে সাংগঠনিক আলোচনা শেষে নির্বাহী কমিটি ভেঙে দেয়া হয়। সদস্যদের সর্বসম্মতিক্রমে মোহনা টিভির ব্যুরো প্রধান মেহেদী হাসান শ্যামলকে আহ্বায়ক ও যমুনা টিভির জাবীদ অপুকে সদস্য সচিব করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন-জিটিভির রাশেদ রিপন, স্টার নিউজের জিয়াউল গনি সেলিম, ইন্ডিপেনডেন্ট টিভির মোস্তাফিজুর রহমান রাসেল, এখন টিভির রাকিবুল হাসান রাজীব ও চ্যানেল টোয়েন্টিফোরের আখতারুজ্জামান লেলিন। এই আহ্বায়ক কমিটি নির্ধারিত মেয়াদের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করবে।


আরো খবর