• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

আরএমপির অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: রবিবার, ২৯ জুন, ২০২৫
আরএমপির অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩
আরএমপির অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

Advertisements

রাজশাহী মহানগরীর পবা ও বেলপুকুর থানা পুলিশের পৃথক অভিযানে ৭০০ গ্রাম গাঁজা ও ৫৭০ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পবা ও বেলপুকুর থানা পুলিশ। আরএমপির পবা থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামি সুলতান আহমেদ (৪৪) রাজশাহী মহানগরীর পবা থানার মধুসুদনপুর এলাকার মৃত কাদের মন্ডলের ছেলে এবং বেলপুকুর থানা কর্তৃক গ্রেপ্তারকৃত আসামি মেহেদী হাসান (৩২) তিনি রাজশাহী জেলার মোহনপুর থানার খয়রা এলাকার আনছার আলীর ছেলে ও বাবলু হোসেন (৩৫)। তিনি একই এলাকার আবুল হোসেনের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গত ২৮ জুন রাত সাড়ে ৮ টায় আরএমপির শাহমখদুম ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদ এর সার্বিক তত্ত্বাবধানে পবা থানার এসআই মো: রাজিবুল করিম ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, পবা থানার মধুসুদনপুর মধ্যপাড়ার এক বাড়িতে গাঁজা বিক্রি হচ্ছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে থানা পুলিশের বর্ণিত টিম রাত ৯ টায় পবা থানার মধুসুদনপুর মধ্যপাড়ার উল্লিখিত বাড়িতে অভিযান পরিচালনা করে আসামি সুলতানকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজতে থাকা ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

অপরদিকে বেলপুকুর থানার এসআই জাহিদ হাসান ও তার টিম গতকাল ২৮ জুন  বিকাল সোয়া ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে বেলপুকুর পুলিশ চেকপোস্টে অভিযান পরিচালনা করে আসামি মেহেদী হাসান ও বাবলুকে ৫৭০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পবা ও বেলপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।


আরো খবর