লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্রদের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার ব্যর্থ হয়েছে। শিক্ষার্থীদের বিরুদ্ধে কর্তৃপক্ষ বেআইনি শক্তি প্রয়োগ করেছে।
অ্যামনেস্টির ক্রাইসিস এভিডেন্স ল্যাব ঘটনার ভিডিও-ছবি বিশ্লেষণ, সত্যতা যাচাই করে প্রত্যক্ষদর্শীদের বিবরণ শুনে পুলিশের বেআইনি বলপ্রয়োগের বিষয়টি নিশ্চিত করে। তাদের মতে এই সহিংসতায় ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পৃক্ত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সদস্যদের জড়িত থাকার অভিযোগ আছে।
এক বিবৃতিতে শিক্ষার্থী আবু সাঈদ হত্যা, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের অন্যান্য ক্যাম্পাসে কোটা সংস্কারের দাবি জানানো আন্দোলনকারীদের ওপর হামলার তীব্র নিন্দা জানায় অ্যামনেস্টি।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়াবিষয়ক আঞ্চলিক গবেষক তকবীর হুদা বলেন, বাংলাদেশের কর্তৃপক্ষকে অবশ্যই আন্তর্জাতিক আইন অনুসারে শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার অধিকারের প্রতি সম্মান দেখাতে হবে। শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের ক্ষতি থেকে রক্ষা করতে হবে।