• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

আদমদীঘিতে অবসপ্রাপ্ত স্কুল শিক্ষকের লাশ উদ্ধার

আদমদীঘি প্রতিনিধি
সর্বশেষ: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

Advertisements
বগুড়ার আদমদীঘিতে আফাজ উদ্দিন (৮০) নামের এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার আদমদীঘি উপজেলার কাশিমালা গ্রামের বটতলা বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
সে আদমদীঘির কাশিমালা গ্রামের মৃত আকবর আলীর ছেলে। তিনি প্রায় তিন বছর আগে ২য় বিয়ে করে দুপচাঁচিয়া উপজেলার তালোড়া এলাকায় বসবাস করতেন। ওইদিন দুপুরে লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, আদমদীঘির কাশিমালা গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আফাজ উদ্দিনের স্ত্রী প্রায় চার বছর পূর্বে মারা যায়। এর এক বছর পর দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বাজার এলাকায় ২য় বিয়ে করে কাশিমালার তার সমস্ত জমিজমা বিক্রি করে তালোড়ায় ২য় স্ত্রীর সাথে বসবাস করতেন। সেখানে বসবাস করলেও মাঝে মধ্যে কাশিমালা গ্রামে বেড়াতে আসতেন বলে স্থানীয়রা জানান।
গত বুধবার দিবাগত রাতে কোন সময় শিক্ষক আফাজ উদ্দিন কাশিমালা গ্রামে আসেন তা গ্রামবাসি জানেন না। পরদিন বৃহস্পতিবার সকালে কাশিমালা বটতলা বাজার এলাকায় তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্খানীয় ইউপি সদস্য কোরবান আলী। ঘটনা তদন্তকারি আদমদীঘি থানার উপ পরিদর্শক প্রদীপ কুমার জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে ।


আরো খবর