• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

আগামীতে সবাইকে নিয়ে দেশ গড়া হবে: মিলন

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
আগামীতে সবাইকে নিয়ে দেশ গড়া হবে: মিলন
আগামীতে সবাইকে নিয়ে দেশ গড়া হবে: মিলন

Advertisements

বাংলাদেশের আগামী ভবিষ্যত নিয়ে গত ২৫ তারিখ হতে ষড়যন্ত্র শুরু হয়েছে। ২৫ডিসেম্বর দেশের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে এসেছেন। এসেই তিনি জনগণের সাথে সাক্ষাত করা শুরু করেছেন। তিনি রাজশাহীতেও আসবেন এবং এখানকার জনগণের সাথেও সাক্ষাত করবেন। নেতা আসার খবরে ঢাকায় লক্ষ লক্ষ নেতাকর্মী ও সাধারণ জনতা শুভেচ্ছা জানাতে যান। এই জনস্রোত দেখে ষড়যন্ত্রকারীরা গভীর চিন্তায় পড়ে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। শনিবার বিকেলে রাজশাহীর পবা উপজেলার বড়গাছী বাজারে তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও জনগণের সাথে সৌজন্য সাক্ষাতের পরে পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পবা-মোহনপুর আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন এসব কথা বলেন।

বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া চেয়ে তিনি আরো বলেন, বাংলাদেশে কোন প্রকার প্রতিহিংসার রাজনীতি আর থাকবেনা। কোন প্রতিশোধ থাকবেনা। বাংলাদেশে মানবাধিকার ও গণতন্ত্র থাকবে। সেইসাথে ন্যায় পরায়নতার সহিত আগামীর বাংলাদেশ গড়ে তোলা হবে। এজন্য তিনি সবাইকে বিএনপির সাথে থাকার আহ্বান জানান।

তিনি বলেন, আগামী মাসের ২১ তারিখ হতে আনুষ্ঠিকভাবে প্রচারণা শুরু হবে। সে সময়ে বিএনপির নীতি নির্ধারনীরা সঠিকভাবে দিক নির্দেশনা দেবেন। এ সময়ের মধ্যে কেউ যেন নির্বাচন বানচাল করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। তিনি বলেন, বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল নেতাকর্মী ও সমর্থক ছাড়াও সাধারণ জনগণ দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্বৈরাচার খুনি হাসিনাকে বিদায় করতে দীর্ঘ সতের বছর আন্দোলন সংগ্রাম করেছেন। অনেক নেতাকর্মী দুঃখ-কষ্ট, জেল ও নির্যাতন করেছেন। মিথ্যা মামলায় জর্জিত হয়ে রাতের পর রাত মাঠে-ঘাটে ঘুমিয়েছেন। এপরেও এ নিয়ে কোন বিএনপি কোন প্রতিহিংসার রাজনীতি করবেনা। আগামীতে সবাইকে নিয়ে দেশ গড়ার কাজ করবেন উল্লেখ করে সবার দোয়া চেয়ে বক্তব্য শেষ করেন মিলন।

পথসভা করার পূর্বে তিনি বড়গাছী বাজারের প্রতিটি দোকানে যান এবং সবার সাথে কর্মদন করেন। সেইসাথে তিনি সবার হাতে ৩১দফা লিফলেট প্রদান করেন এবং ধানের শীষে পক্ষে থাকার আহ্বান জানান। এসময়ে অত্র বাজারে ধানের শীষের পক্ষে ব্যাপক মানুষের সমাগম হয়। তাদের প্রানের নেতা এডভোকেট শফিকুল হক মিলনের সাথে কথা বলা এবং করমর্দন করার জন্য সবাই এগিয়ে আসেন। বাজারে এ সময়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দোকানদার, পথচারী, ভ্যানচালকসহ অন্যান্য যানবাহনচালকগণ হাত নেড়ে মিলনকে শুভেচ্ছা জানান। সেইসাথে ধানের শীষে ভোট প্রদানের প্রতিশ্রুতি দেন।

এসময় উপস্থিত ছিলেন পবা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ ও বড়গাছী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেল রানা, সদস্য পান্না, বড়গাছি ইউনিয়ন পরিষদের সচিব নজরুল ইসলাম, বড়গাছী ইউনিয়ন বিএনপির যগ্ম আহ্বায়ক মোহাম্মদ আশরাফ আলী, মোজাম্মেল হক ভিকু, জয়নাল আবেদীন, জিয়া পরিষদ রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি ড.মোজাফফর হোসেন মকুল, বিএনপি নেতা জালাল সরকার, স্বেচ্ছাসেবক দল সভাপতি জয়নাল হক ও সাধারণ ওয়াসিম, পবা উপজেলা যুবদলের সদস্য সোহাগ রানা, কৃষকদল নেতা আবুল কালাম আজাদ, রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সোহেল রহমান, নওহাটা পৌর ছাত্রদলের সদস্য সচিব সজল,পবা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা, বড়গাছী ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দিন, ইউপি সদস্য ফারুক হোসেন, মহিলা সদস্য সীমা বেগম ও ময়না বেগমসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন। এদিকে মিলন রাতে দুইটি জলসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।


আরো খবর