দেশব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি জনগণের দোরগোড়ায় পৌঁছাতে এবং আগামীকাল রাজশাহীতে সাহেব বাজার জিরো পয়েন্টে ঐতিহাসিক পদসভা সফল করার লক্ষ্যে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকলে রাজশাহী নগরীর গনক পাড়ায় জাতীয় নাগরিক পার্টি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলোনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজশাহী মহানগরের প্রধান সমন্বয়কারী মোঃ মোবাশ্বের আলী বলেন, বিগত ১৫ বছর আওয়ামী লীগের ফ্যাসিবাদ দুঃশাসন থেকে দেশের জনগণকে মুক্তি দিতে বৈষম্য বিরোধী জুলাই আন্দোলন শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। দেশব্যাপী পরবর্তীতে এক দফা আন্দোলনের মাধ্যমে দেশ থেকে ফ্যাসিবাদ দূর হয়েছে। এই বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে থেকে একটি রাজনৈতিক দলের সূচনা করে, যে দলের নাম জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এনসিপির একমাত্র উদ্দেশ্য বৈষম্যহীন বাংলাদেশ গড়া।
তিনি বলেন, জুলাই যোদ্ধাদের স্মরণে ১জুলাই থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী জুলাই পথযাত্রা শুরু হয়েছে। তারই অংশ হিসাবে রাজশাহীতে আগামী ৬ জুলাই রাজশাহী পদযাত্রা সফল করার জন্য ঢাকা থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রাজশাহী এসে পর্যটন মডেলের অবস্থান করবেন এবং বিকেল সাড়ে তিনটার দিকে রাজশাহী রেলগেটে পদযাত্রা উদ্বোধন শেষে র্যালি রেল গেট থেকে শুরু করে,নিউ মার্কেট, রানী বাজার সাগর পাড়া, আলু পট্টি, জিরো পয়েন্ট, রাজশাহী কলেজ, সোনা দিঘী মোড়, বাটার মোড় হয়ে জিরো পয়েন্টে এসে পথসভা অনুষ্ঠিত হবে। উক্ত র্যালি ও পথসভা সফল করার লক্ষ্যে সাংবাদিক ও জনসাধারণকে স্বতঃস্ফূর্ত ভাবে সফল করারর আহবান জানাচ্ছি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী মহানগরের যুগ্ম সমন্বয়কারী সারওয়ারুল হক রবিন, শামীমা সুলতানা মায়া, মোঃ ফিরোজ, নাহিদুল ইসলাম সাজ প্রমুখ।