• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

অর্থবছরের শেষ সময়ে রপ্তানি খাতে বড় ধাক্কা

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: বুধবার, ৫ জুন, ২০২৪

Advertisements

সদ্য বিদায়ী মে মাসে গত বছরের একই সময়ের তুলনায় রপ্তানি আয় ১৬.০৬ শতাংশ কমে ৪.০৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। রপ্তানিতে এ পরিমাণ নেতিবাচক প্রবৃদ্ধি চলতি ২০২৩–২৪ অর্থবছরের ১১ মাসে আর হয়নি। অর্থবছরের শেষ দিকে এসে বড় ধরনের ধাক্কা খেলো দেশের রপ্তানি খাত।

বুধবার (৫ জুন) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পণ্য রপ্তানির হালনাগাদ পরিসংখ্যানে এসব তথ্য জানানো হয়।

ইপিবির তথ্য অনুসারে, মে মাসের রপ্তানি লক্ষ্যমাত্রা ৫ দশমিক ৩৩ বিলিয়ন ডলারের তুলনায় ২৩ দশমিক ৭৫ শতাংশ কম।

তবে গত জুলাই থেকে মে প্রান্তিকে রপ্তানি কিছুটা বেড়েছে। এটি আগের বছরের একই সময়ের তুলনায় ২.০১ শতাংশ বেড়ে হয়েছে ৫১.৫৪ বিলিয়ন ডলার।

চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত রপ্তানি আয় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৩.৯৩ শতাংশ।

ইপিবির তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে জাতীয় রপ্তানিতে ৮৪ শতাংশের বেশি অবদান রাখা পোশাক রপ্তানি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২. ৮৬ শতাংশ বেড়ে ৪ হাজার ৩৮৫ কোটি ডলারে দাঁড়িয়েছে।


আরো খবর