সম্প্রতি রাজশাহী কলেজ ও প্রশাসনকে জড়িয়ে সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী কলেজ প্রশাসন। বৃহস্পতিবার রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, গত ৮ অক্টোবর দুপুর আড়াইটা নাগাদ রাজশাহী কলেজ উপাধ্যক্ষের কক্ষে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এর প্রেক্ষিতে বিভিন্ন সোস্যাল মিডিয়া ও অনলাইন পোর্টালে কিছু অপপ্রচার দৃষ্টিগোচর হয়েছে। এ ঘটনায় রাজশাহী কলেজ প্রশাসন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এ ঘটনার প্রেক্ষিতে আজ (বৃহস্পতিবার) দুপুর আড়াইটায় রাজশাহী কলেজ শিক্ষক পরিষদ মিলনায়তনে সংশ্লিষ্টদের নিয়ে আলোচনা হয়েছে।
একই সাথে গণমাধ্যমকর্মীদের আরও সতর্কতার সঙ্গে সংবাদ পরিবেশনের অনুরোধ জানিয়েছেন অধ্যক্ষ।