• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে বাপা’র জরুরি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
রাজশাহীতে বাপা’র জরুরি সভা অনুষ্ঠিত
রাজশাহীতে বাপা’র জরুরি সভা অনুষ্ঠিত

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহী জেলা কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রাজশাহীতে জেলা কমিটির সভাপতি প্রকৌশলী মাহমুদ হোসেনের সভাপতিত্বে এ সভা হয়।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলা কমিটি গঠনের তারিখ নির্ধারণ করা হবে। পাশাপাশি নাগরিক সেবা থেকে বঞ্চিত রাজশাহী সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গাছ উজাড়ের প্রতিবাদ, ওয়াসার পানির সংকট এবং পরিবেশ অধিদপ্তরে সাক্ষাৎ করে গাছ উজাড় বন্ধে উদ্যোগ নেওয়া বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন বাপা কেন্দ্রীয় জাতীয় কমিটির সদস্য মোঃ জামাত খান, রাজশাহী জেলা কমিটির সদস্য জুয়েল কিবরিয়া, জিয়াউদ্দিন আহমেদ, সম্রাট রায়হান, গোলাম নবী রনি, জাহিদ হাসান ও হেলেনা খান। সভা পরিচালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক সেলিনা বেগম।


আরো খবর