• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

তানোরে কলমা হাট থেকে মহাতলা ঘাট পর্যন্ত রাস্তার বেহাল দশা চরম ভোগান্তিতে এলাকাবাসী

তানোর প্রতিনিধি
সর্বশেষ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
তানোরে কলমা হাট থেকে মহাতলা ঘাট পর্যন্ত রাস্তার বেহাল দশা চরম ভোগান্তিতে এলাকাবাসী
তানোরে কলমা হাট থেকে মহাতলা ঘাট পর্যন্ত রাস্তার বেহাল দশা চরম ভোগান্তিতে এলাকাবাসী

সামান্য বৃষ্টিতে হাঁটুপানি। কাঁদায় চলাচলের অনুপযোগী হয়ে যায় রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কলমা হাট থেকে মহাতলা ঘাট পর্যন্ত গ্রামের ভিতর দিয়ে যাতায়াতের রাস্তাটি কাঁচা হওয়ায়
চরম ভোগান্তিতে এলাকাবাসী ও শিক্ষার্থীরা।গত কয়েক বছর ধরে রাস্তার বেহাল দশা।সেদিকে আজও দায়িত্বশীলদের নজরে পড়েনি। কারণ রাস্তাটি দুই ইউনিয়নের শেষ প্রান্তে হওয়ায় কোন চেয়ারম্যান ও মেম্বারা গুরুত্ব না দেয়ায় চরম ভোগান্তিতে দুই ইউনিয়নের খেটে খাওয়া হাজারও মানুষ।ফলে একমাত্র রাস্তা দিয়ে দুই ইউনিয়নের গ্রামে চলাফেরায় মানুষের দুর্ভোগের শেষ নেই। বর্ষা মৌসুমে সেই দুর্ভোগ আরও বেড়ে যায়। সারা দেশে রাস্তাঘাটের উন্নয়ন হলেও এই গ্রামে এখনো সেই ছোঁয়া লাগেনি। প্রাচীন এই গ্রামে রয়েছে কলমা স্কুল,মাদ্রাসা,কলেজ,একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়,একটি গ্রামীণ হাট ও ফুটবল খেলার মাঠ। এই গ্রামের গ্রামীণ কলমা হাটটি সপ্তাহে ১ দিন বসে।সেই হাটে ৪ থেকে ৫ গ্রামের কয়েক হাজার মানুষ তাদের নিত্যপ্রয়োজনীয় জিনিস ক্রয় ও বিক্রয় করতে আসে। এই সেই ঐতিহ্যবাহী হাটে আসতে হলে কাঁচা রাস্তা দিয়ে আসতে হয়। কিন্তু কলমা হাট থেকে মহাতলা ঘাট রাস্তার বেহাল দশা। এই গ্রামের রাস্তাটি এখনও পাকাকরণ করা হয়নি। ফলে রাস্তাটির বেহাল দশার কারণে গ্রামটির সার্বিক উন্নয়ন থমকে আছে। দ্রুতই এ জনগুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তার আধুনিকায়ন করতে সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করে সোচ্চার হয়ে উঠেছেন গ্রামের হাজারও বাসিন্দা।সরেজমিন দেখা গেছে,তানোর উপজেলার কলমা ইউপির ৪নং ওয়ার্ডের কলমা হাট থেকে মহাতলা ঘাট অর্ন্তভুক্ত গ্রামটি। ওই গ্রামের কলমা হাট থেকে মহাতলা ঘাট যাওয়া পর্যন্ত প্রায় দুই কিলোমিটার মাটির কাঁচারাস্তা। এবং ওই রাস্তার আইডি নাম্বার ১৮১৯৪৪০৩০।
ওই রাস্তা দিয়ে শুষ্ক মৌসুমে কোনোমতে চলাচল করা গেলেও বর্ষা মৌসুমে রাস্তার খানাখন্দ ও গর্ত ভরে যায় বৃষ্টির পানিতে। তখন দেখে বোঝার উপায় থাকে না যে এটি রাস্তা নাকি ফসলের জমি। রাস্তার বেহাল দশার কারণে ভ্যান কিংবা অটোগাড়ি যেতে চায় না। নিরুপায় হয়ে কাঁদা মাটি দিয়ে পায়ে হেঁটে স্কুল-কলেজে যেতেহয় শিক্ষার্থীদের। বর্তমানে বর্ষা মৌসুমে রাস্তাটি কাদামাটি ও বৃষ্টির পানির সংমিশ্রণে কাদার ভাগাড়ে পরিণত হয়েছে। স্বাধীনতার এত বছর পরও পাকাকরণ করা হয়নি রাস্তাটি। জনপ্রতিনিধিরা ভোটের সময় প্রতিশ্রুতি দিলেও ভোটের পর আর তাদের দেখা মেলে না। স্থানীয়দের অভিযোগ,
সবাই মিলে একাধিকবার স্থানীয় চেয়ারম্যান, মেম্বার,উপজেলা প্রশাসন ও উপজেলা চেয়ারম্যানসহ স্থানীয় সংসদ সদস্যের কাছে রাস্তাটি পাকাকরণের জন্য দাবি জানিয়েছেন।স্থানীয় বাসিন্দা মুজিবুর রহমান বলেন, আমাদের জন্মের বহু বছর আগে পুরাতন এই কাঁচা রাস্তাটি রয়েছে। সামান্য বৃষ্টিতে কিছু কিছু এলাকায় হাঁটু পর্যন্ত কাদা হয়ে যায়। এছাড়াও পাশের মাঠের সব ফসল এই রাস্তা দিয়েই বাড়ি নিতে হয়। এই রাস্তা দিয়েই কৃষিপণ্য বাজারজাত করা হয়। আমাদের এ কষ্ট কবে দূর হবে তার কোনো ঠিক নেই বলে আক্ষেপ করেন তিনি।
বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় শিক্ষক হযরত আলী মাষ্টার বলেন,প্রতিদিন এই রাস্তা দিয়ে শতাধিক শিক্ষার্থী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করে। তাদের চলতে খুবই সমস্যা হয়। জরুরি সেবার কোনো যানবাহন বা যেকোনো গাড়ি গ্রামে প্রবেশ করতে পারে না।অতি প্রাচীন কালের রাস্তাটি পাকাকরণ এখন সময়ের দাবি। ওই এলাকার বাসিন্দা বেলাল বলেন,কলমা এলাকার মোতালেব বলেন গ্রামের ভিতর দিয়ে যে সড়কটি আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। বৃষ্টির দিনে রাস্তাটি ব্যবহারের একেবারে অনুপযোগী হয়ে পড়ে।
এ বিষয়ে তানোর উপজেলার কলমা ইউপি চেয়ারম্যান খাদেমুন চৌধুরী বাবু বলেন,আমি চেয়ারম্যান নির্বাচিত হবার পর কয়েকটি পাকারাস্তা সংস্কার করা হয়েছে। এখন পর্যায়ক্রমে মাটির কাঁচা রাস্তা পাকাকরণের জন্য সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে।এ ব্যাপারে তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিয়াকত সালমান বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।


আরো খবর